
বটিয়াঘাটা অফিস : অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন আর নেই। মঙ্গললবার রাতে বিরাট গ্রামে নিজ বাসভবনে রাত দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ৭১’এর মুক্তিযুদ্ধকালে তিনি পশ্চিম পাকিস্তানে ইপিআরে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে অংশনেয়ার জন্যে পালিয়ে ১৩ দিন পায়ে হেটে বহু চড়াই উৎরাই পেরিয়ে ভারত সীমান্তে পৌঁছান। ভারত সরকার তার ইচ্ছা অনুযায়ী মুক্তিযোদ্ধাক্যাম্পে পৌছে দেন। সেখান থেকে ৯নং সেক্টর কমান্ডার মেজর জিয়া তাকে একদল মুক্তিযোদ্ধার সাথে দক্ষিণ খুলনায় পাঠান। খুলনায় আসার পথে তিনি দেবভাটা,কালীগঞ্জ রাজাকার মুক্ত করেন। মোংলা বন্দরে নোঙ্গর করা পাকিস্তানি যুদ্ধজাহাজ এসএস লাইটিংয়ে বিষ্ফোরক দিয়ে ক্ষতি সাধন করেন। জীবদ্দশায় তিনি কয়েকবার বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু তার বীরত্বের কারণে তাকে ক্যাপ্টেন বলে ডাকতেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২কন্যা এবং স্ত্রী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ,ওসি তদন্ত জাহেদুর রহমান,বীরমুক্তিযোদ্ধা নিরজ্ঞন রায়,বীরমুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র মন্ডলসহ বহু মক্তিযোদ্ধা এবং হাজার, হাজার লোক তার জানাযায় অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা স,ম বাবর আলী প্রমুখ।