বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আরব আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার ভোর রাত ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বাদ জোহর প্লাটিনাম জুট মিল ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শোকাহতদের পাশে যান। তিনি শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশারসহ আওযামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।