
বিজ্ঞপ্তি : সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড নারদ চন্দ্র রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে সিপিবি কার্যালয়ে সিপিবি মহানগরের উদ্যোগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভার শুরুতে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
শোকসভায় তার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, কমরেড নারদচন্দ্র রায় জলমা চক্রাখালী স্কুল হতে এসএসসি, খুলনা সিটি কলেজ হতে এইচএসসি এবং বিএ পাস করেন। তিনি পল্লীমঙ্গল স্কুলের শিক্ষকতা করেন। তিনি আমৃত্যু কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মি ছিলেন। তার মৃত্যুতে পার্টি একজন নিরলস নিবেদিতপ্রাণ কমরেডকে হারালো। সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান কমরেড নিতাই গাইন, কমরেড এইচ এম শাহাদাৎ, এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ, রফিকুল ইসলাম, গণেশ চন্দ্র মণ্ডল, দিলীপ কুমার মণ্ডল। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড এড. মোঃ বাবুল হাওলাদার, কমরেড তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযাদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড শাহিনা আক্তার, কমরেড ফজলুর রহমান, কমরেড জাহানারা আক্তারী প্রমুখ।