জন্মভূমি রিপোর্ট : মাগুড়া সদর উপজেলার আলুকদিয়া পুখোরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী আতিয়ার রহমান (৭২) আর নেই। (ইন্না………রাজিউন)। তিনি হারুন কাজী নামে বেশিরভাগ মানুষের কাছে পরিচিত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি অনন্তলোকে পাড়ি দিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭১’র রনাঙ্গনে হারুন কাজী ৪ নং সেক্টরে যুক্ত থেকে পাক হানাদার ও তাদের দোসরদের বিরুদ্ধে জীবনপণ লড়াই করেছেন। রোববার দুপুর দুই টায় আলুকদিয়া পুখোরিয়া মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে অন্যান্যের মধ্যে মাগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রয়াতের সহযোদ্ধাগণসহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর ওই ময়দানেই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।