বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি একটি সামাজিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ এর অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে তাঁর স্মরণে সোমবার সকাল ১০টায় খুলনা বিএমএ ভবনে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় সংগঠনের সভাপতি এড. প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি সম্মিলিত গেরিলা বাহিনীর প্রতিষ্ঠাতা এবং ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা। পঙ্কজ ভট্টাচার্যে এ চলে যাওয়ায় দেশ একজন পরম সুহৃদকে হারিয়েছে, যা সহজে পূরণ হবার নয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কালিদাস তরফদার, গাজী কামরুল ইসলাম, লাকী আজমীর, সুব্রত কুমার মিত্র, ননী গোপাল বিশ্বাস, মিলন মোহন মণ্ডল, শিবপদ দাশ, মৃত্যুঞ্জয় কুমার সরদার, গোপাল দাশ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত