আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। গতকাল ইউনিয়নের পদ্ম বেউলা বিলে কৃষক আঃ ওহাবের ধান ক্ষেতে এ শস্য কর্তন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস পদ্ম বেউলা গ্রামের মরহুম মুনশী রুস্তম আলীর ছেলে কৃষক আব্দুল ওহাবকে ধান চাষে উদ্বুদ্ধ করে ব্রি- ধান ৮৭ জাতের বীজ ধান ও প্রয়োজনীয় সার প্রদান করে। কৃষক আঃ ওহাব তার অন্যান্য জমা অন্য জাতের ধান চাষ করার পাশাপাশি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৭ চাষ করেন। গতকাল তার জমিতে নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তন শেষে দেখা যায় বিঘা প্রতি ১৮ মন ধান উৎপাদিত হয়েছে। আশা ব্যঞ্জক ফসল উৎপাদন করত পেরে কৃষক ওহাব খুবই খুশি প্রকাশ করেছেন। নমুনা শস্য কর্তন উদ্বোধন ও ধান মাড়াই শেষে ওজন করা পর্যন্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলানকৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম। এসময় এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দেব প্রসাদ দাশ, ইকবাল হোসেন, এস এম আঃ ওহাব, গন্যমান্য ব্যক্তি শফিকুল সরদার, সাইদুল ইসলাম, কৃষক হাবিবুর রহমান, মতিন সরদার, গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত