আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যার মোড় ও বুধহাটা বাজারের পাইপ ব্যবসায়ী ও বোরিং মিস্ত্রিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেসার্স হাসান মেশিনারীজ এন্ড হার্ডওয়ারে সুলভ পাইপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মোহসেন আলী মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলভ গ্রুপের সিনিয়র ম্যানেজার গবিন্দা রাজ বংশী। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার শেখর শাহ, জেড এম মেহেদী হাসান ও এস আর আজিম হোসেন। এছাড়া কুল্যা ও বুধহাটা বাজারে পাইপ ব্যাবসায়ী মোঃ আছাদুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মইনুল ইসলাম, মোঃ আঃ লতিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় পাইপ ব্যবসায়ী ও বোরিং মিস্ত্রিরা সুলভ পাইপের গুণগত মান ভালো ও খারাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুলভ পাইপের গুণগত মান আরো ভালো করার আশ্বাস প্রদান করেন। মিস্ত্রীদের সুলভ পাইপ বেশি বেশি ব্যাবহার করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পাইপ ব্যবসায়ী ও অতিথিরা মিস্ত্রিদের হাতে পুরস্কার তুলে দেন ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত