
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বৃক্ষরোপনের মধ্য দিয়ে সারাদেশকে সবুজ শ্যামলে পরিণত করতে হবে।
তিনি রোববার রূপসা উপজেলা যুবলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মো: মোতালেব হোসেন। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন নাসির হোসেন সজল, ব্রজেন দাস, হারুন মোল্যা, আশিষ রায়, ফরিদ শেখ, সাঈদুর রহমান ছগির, কামরুজ্জামান সোহেল, বাদশা মিয়া, সুব্রত বাগচী, সরদার জসীম উদ্দীন, শফিকুর রহমান ইমণ, শ,ম জাহাঙ্গীর, মোল্যা তাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, তারেক ইকবাল আজিজ, রতন মন্ডল, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন প্রমুখ। এরপূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। তাছাড়া বিকালে উপজেলা প্রশাসনের সাথে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।