বাগেরহাট অফিস : আরম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে গত মঙ্গলবার দুপুরে ছেলের করে দেওয়া মালয়েশিয়া ভিলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাবা-মায়ের জন্য মালয়েশিয়া ভিলা নির্মাণ করা প্রবাসী জাহাঙ্গীর হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে। সংসারের বড় ছেলে হওয়ায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে এলাকাতেই বিভিন্ন ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তবে ব্যবসায় লোকসান ও প্রতারিত হয়ে ১৫ বছর আগে পারি জমান মালয়েশিয়া। প্রথমে দুই বছর চাকরি করে নিজে ব্যবসা শুরু করেন প্রবাসে। পরবর্তীতে নিজের আপন ছোট দুই ভাইকে বিদেশে পাঠান। তিন ভাই-ই এখন রেমিটেন্স যোদ্ধা। নিজেরা আর্থিকভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি আত্মীয় স্বজন ও এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা।
বাবা-মায়ের খুশির জন্য বাগেরহাট সদর উপজেলার বৈটপুর নামক স্থানে মালয়েশিয়া ভবন নামের একটি পাকা বাড়ি নির্মাণ করেছেন। বাবা-মাকে দেওয়া উপহারের ভবন তাদের দিয়েই উদ্বোধন করিয়েছেন প্রবাসী ছেলেরা। বৃদ্ধ বয়সে ছেলেদের কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি বৃদ্ধ বাবা-মা ও অন্যান্য স্বজনরা।
প্রবাসী জাহাঙ্গীরের বাবা রুস্তুম আলী হাওলাদার বলেন, বাবা হিসেবে ছেলেদের জন্য সব সময় দোয়া করি। ছেলেরাও আমাকে অনেক ভালবাসে। কোন কিছুর অভাব বুঝতে দেয় না। সুসজ্জিত এই ভবনে এসে আমার প্রান জুড়িয়ে গেছে। কখনও ভাবিনি এরকম একটি ভবনে থাকতে পারব। সমাজের অন্য সন্তানরা যদি তাদের বাবা-মাকে ভালবাসেন এবং দায়িত্ব পালন করেন তাহলে আর বৃদ্ধাশ্রম তৈরি হবে না।
জাহাঙ্গীর হাওলাদারের মা ফরিদা বেগম বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন। কিন্তু সন্তানরা কাছে নেই। তারপরও আমার জাহাঙ্গীরের ছেলে-মেয়ে ও বউকে নিয়ে এই বাড়িতে উঠতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দোয়া করি আমার ছেলেরা সব সময় ভাল থাকুক।
বাগেরহাট শহরতলীর দরাটানা সেতুর সন্নিকটে করা একতলা মালয়েশিয়া ভবনে আটটি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কক্ষে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা।