মোংলা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এই সংকট মোকাবিলায় সহজ ও সর্বোত্তম ব্যবস্থা হিসেবে ডেনমার্ক সরকারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। শুক্রবার বেলা ১১টায় এই কর্মসূচির আওতায় বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে নিরাপদ পানীয় জলের নিরাপত্তা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এদিন মালগাজী ব্র্যাক অফিসে মোংলা উপজেলার প্রায় দুই শতাধিক সুবিধাভোগিদের মাঝে প্রয়োজনীয় মালামালসহ পানির ট্যাংকি বিতরণ করে সংস্থাটি। জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাকের মোংলা শাখার প্রোজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরবির্তন মন্ত্রণালায়ের উপমন্ত্রী বেগমের হাবিবুন নাহার এমপি।
উপমন্ত্রী ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ও সাফল্য কামনা করে বলেন, ব্র্যাক জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মানুষের আর্থ সামাজিক উন্নতি করছে।
এসময় ব্র্যাক মোংলা শাখার এরিয়া ম্যানেজার তৃপ্তী সরদার, এরিয়া ম্যানেজার মোঃ শাহবুদ্দিন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কাজী মেহেদী হাসান, ফিল্ড ইন্জিনিয়ার রবিউল ইসলাম ও অসেশ চাকমা।
জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাকের মোংলা শাখার প্রোজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন এসময় জানান, মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নেই বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপনের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সারাবছর নিরাপদ পানির ব্যবস্থা করা ও স্বল্প দূরত্বে নিরাপদ খাবার পানির উৎস তৈরির মাধ্যমে মোংলা উপজেলার জলবায়ু প্রভাবজনিত কারণে নিরাপদ পানিবঞ্চিত মানুষদের জীবনমান উন্নত করাই হলো প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এই ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ করে যাচ্ছেন তারা। যারা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবার ও যাদের বর্তমানে নিরাপদ খাবার পানির সংস্থান নেই তারাই এ প্রকল্পের মূল সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানান তিনি।
প্রকল্পটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকি মোকাবেলায় টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের নিরাপদ খাবার পানির উৎস তৈরির মাধ্যমে ওই পরিবারগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে, যা সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৬) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ব্র্যাক ২০১৯ সাল থেকে মোংলা উপজেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে আসছে। ২০১৯ সালে ব্রাক কমিউনিটি পর্যায়ে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন কর। ২০২০ ও ২০২১ সালে খানা বা পরিবার পর্যায়ে ১২৭৫ টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে। ২০২২ সালে খানা বা পরিবার পর্যায়ে ১২০০টি পাবলকি বিল্ডিং বা প্রতিষ্ঠান পর্যায়ে ৫টি এবং স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ে ১টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে।
চলতি বছর ২০২৩ সালে খানা বা পরিবার পর্যায়ে ৩ হাজারটি, পাবলিক বা প্রতিষ্ঠান পর্যায়ে ১৫টি এবং স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ে ৫টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি এবং ২টি কমিউনিটি পর্যায়ে ভূ-উপরিভাগের পানি পরশোধনের টার্গেট রয়েছে।