অভিরাজ নাথ
বৃষ্টি দিনে সবার মনে
হাসি খুশি থাকে,
কাথা গাঁয়ে কেহ আবার
ঘুমে নাক ডাকে।
এমন দিনে ঘরে ঘরে
ভাজে খই মুড়ি,
খই মুড়ি খেয়ে সবাই
করে ঘুরাঘুরি।
বৃষ্টি দিনে চারিদিকে
ডাকে কোলা ব্যাঙ,
ব্যাঙাচিও ছন্দ সুরে
করে ঘ্যাঙর ঘ্যাঙ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত