বিজ্ঞপ্তি : ভূমি জরিপের নামে সাধারণ মানুষকে হয়রানি ও উৎকোচ গ্রহণের বিরুদ্ধে বৃহত্তর আমরা খুলনাবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুুবুর রহমান খোকনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, খুলনার প্রবেশদ্বার বাটিয়াঘাটার চক্রাখালি, দারোগার ভিটা, আলি নগর, আশিক নগর, শান্তি নগর, সাঁচিবুনিয়া, মল্লিক মোড়সহ সমগ্র এলাকায় ভূমি জরিপের নামে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারি প্রতিনিয়ত সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। জমি ভিপি, জমির কাগজপত্রে বিভিন্ন ঝামেলার কথা শুনিয়ে টাকা উৎকোচ গ্রহণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ঐ সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিকে চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ আহমেদ, জিসান রহমান, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, মো. জয়নাল আবেদিন, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত