
বিজ্ঞপ্তি : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১৪২তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর আমরা খুুলনাবাসী এর আয়োজন করে। শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন । বক্তৃতা করেন শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মোঃ আঃ রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান ওরফে মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান তপু, আবু বক্কার ও আজমল।
বক্তারা বলেন, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয় জাগরনের অন্যতম পথিকৃৎ। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কবি নজরুল ইসলাম মুক্তবুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছিলেন নির্ভিক চিত্তে। কবিতা ও গল্পর পাশাপাশি বাংলা গানে তিনি চিরস্বরনীয়। তিনিই প্রথম বাংলা গজলের প্রবর্তন করেন। তার আজিবনের সাধনা সমাজের শোষিত ও নিপিড়ত মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ও তাদের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন। বহুমুখী প্রতিভার অধিকারি অসাম্প্রদায়িক ও জাতীয়তা বোধ মূর্ত প্রতিক।