
বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগরী সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী। তাঁর ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার শক্তি পেয়েছে। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোকসভা ও দোয়া মাহফিলে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

