জন্মভূমি রিপোর্ট : বেগুন জনপ্রিয় একটি সবজি। সারা বছরই এর চাষ করা যায়। নিরাপদ বেগুন চাষের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে- জাত ও জাতের বৈশিষ্ট্য, বালাই দমন ও সার প্রয়োগ। পটলা, ঝুপি, তারাপুরী, কাজলা, ইসলামপুরী নয়নতারা, খটখটিয়া, শিংনাথ , বারি ও হাইব্রিড জাত সারা বছর চাষ হয়। বেগুনের বাম্পার ফলন হয়েছে। ভালো দামে বিক্রি করে খুশি কৃষক। অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন।
সূত্র জানান, গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প ডুমুরিয়ার বারাতিয়া, সাতক্ষীরার কলারোয়া, তালা এবং বাগেরহাট সদর উপজেলার মোশেদপুর গ্রামের ৩৫জন কৃষক ৩৫টি প্রদর্শনী প্লটে ৩৫ বিঘা জমিতে হাইব্রিড মুক্তি, ভাঙ্গন, ইবি-১২ এবং প্রিতম ও পারপেল কিং জাতের বেগুন চাষ করে সফলতা পেয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি সময় চারা রোপণ করা হয়েছে এবং এপ্রিল মাসের শেষ দিকে ফসল উত্তোলন শুরু হয়। চাষিরা পাইকারী প্রতিকেজি ৪৫-৫০টাকা দরে বিক্রি করলেও খুচরা প্রতি কেজি ৭০-৮০ টাকা দরে বিক্রি করছেন। প্রতি বিঘায় ৪০মন ফলন হয়েছে। এতে কৃষক স্বল্প খরচে অধিক লাভের মুখ দেখছেন। সব মিলিয়ে প্রতি বিঘায় লাভ লক্ষাধিক টাকা। এই প্রকল্প থেকে কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, প্রশিক্ষণসহ সকল প্রকার উপকরণ বিতরণ করা হয়েছে।
কৃষক জানিয়েছেন এবছর বেগুন চাষে বাম্পার ফলন হয়েছে। তারা ভালো দাম পেয়ে খুশি। আগাছা বেছে মাটি তৈরি করতে হয়। শীতকালীন বেগুন আগস্ট-অক্টোবর ও বর্ষাকালীন জানুয়ারি-এপ্রিলে বীজতলায় বীজ বপন করতে হয়। বীজতলায় ৫০ মেস নাইলন নেট দিয়ে ঢেকে চারা উৎপাদন করলে চারা অবস্থায় ভাইরাস রোধ করা যায়। গজানোর ১০-১২ দিন পর চারা দ্বিতীয় বীজতলায় লাগাতে হয়। চারার বয়স ৩০-৪০ দিন অথবা ৪-৬টি পাতা হলে রোপণ করতে হয়। জাতের ফলন ক্ষমতা ও অপুষ্টি লক্ষণ দেখে সার দিতে হয়। গাছে অপুষ্টি লক্ষণ দেখে সার, চুন প্রয়োগ এবং পোকামাকড় দমন করতে হয়। বেগুনের ডগা ও ফলের মাজরা পোকার আক্রমণ অধিক হলে এই পোকা দ্বারা সর্বাধিক ৬৩শতাংশ ফলন ক্ষতি হয়। বেগুনের ডগা ও ফল মাজরা পোকা গাছে মাটি থেকে নেয়া পানি চলাচল ব্যহত হয় এবং ডগা ও পাতা ঢলে পড়ে মারা যায়।
বাগেরহাট সদর উপজেলার মোশেদপুর গ্রামের কৃষক মো. মোস্তফা শেখ এবং ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের নিতিশ মন্ডল বলেন, আমরা এই প্রকল্প থেকে বিনা মূল্যে সার, বীজ ও প্রশিক্ষণ পেয়েছি। স্বল্প খরচে অনেক লাভ। প্রতি বিঘায় লক্ষাধিক টাকা বিক্রি হবে।
গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, বেগুন চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। ভালো দামে বিক্রি করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করছেন। কৃষক অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়িয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত