ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের ধীরগতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে যাত্রী চাপ বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে জটলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে ভোর থেকে যাত্রীর চাপ বেড়েছে সড়কে। এ ছাড়া মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দসহ বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ সময় যানজটে বসে থাকা অটোরিকশাচালক মাসুদ মিয়া বলেন, ‘সকাল থেকে শুধু যানজট দেখছি। মাত্র দুইটা ট্রিপ মেরেছি। এভাবে চললে জমার টাকা উঠবে না।’
বন্ধু পরিবহনের যাত্রী রহিমা বেগম বলেন, ‘সকাল থেকে যানজটে বসে আছি। এ কারণে এক বাস পরিবর্তন করে এ বাসে উঠেছি। এখনও সেই জ্যামে আটকা পড়ে আছি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘মহাসড়কের কিছু কিছু পয়েন্টে যানজট রয়েছে। ভোরে বৃষ্টি হয়েছে। এদিকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না। এতে অনেক পয়েন্টে যানবাহনের ধীরগতি আবার কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চাপ অনেক বেড়েছে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে সকাল থেকে কাজ করছি।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত