জন্মভূমি রিপোর্ট : বাজারে পণ্যের দামে আসেনি শীতলতা। একের পর এক বেড়েই চলেছে যেন। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা, মাছের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। শুক্রবার নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, অনেক ভোক্তা, বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনের ওপর নির্ভর করে, তারা বাজারে গিয়ে হতাশ হয়ে পড়েছেন এবং বর্ধিত দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে দেখা গেছে।
এর পেছনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যাকে দায়ী করছেন পাইকারি বাজারের ব্যবসায়ী ও সবজি সরবরাহকারীরা। তারা বলছেন, সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনটি হয়েছে। বাজারে সবজির সরবরাহ কমে গেছে। তারা শাকসবজি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জন্য উচ্চ পরিবহণ ও শ্রম ব্যয়কেও দায়ী করেন।
টুটপাড়া জোড়াকল বাজার, নতুন বাজার, নিউমার্কেট ও মিস্ত্রিপাড়া বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, বলতে গেলে কোনো সবজির কেজিপ্রতি দাম ৫০ টাকার নিচে নেই। অথচ এসব সবজি আগে কেজিপ্রতি বিক্রি হতো ৩৫ থেকে ৪৫ টাকায়। তবে মানের ভিত্তিতে কাঁচামরিচ কেজিপ্রতি ১২০ থেকে ২০০ টাকা, শিম কেজিপ্রতি ১৬০ টাকা, তাল বেগুন ৫০ থেকে ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১৬০ টাকা, গাজর ৬০ থেকে ১১০ টাকা, আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি, করলা ৬০০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা আদা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়, দেশি আদা মানের ভিত্তিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়। প্রায় ৪৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতিটি ৩৫০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৯০০ থেকে ১ হাজার টাকায়। অন্যান্য মাছের মধ্যে পুঁটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকা, চাষের কই ২০০ থেকে ৩০০ টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি, খাসির মাংস ১১৫০ থেকে ১১৮০ টাকায়, মাঝারি আকারের দেশি মোরগ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা এবং মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা, ফার্মের মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা প্রতি কেজি, ডিম (ফার্ম) প্রতি হালি ৫০ টাকা, ডিম (দেশি) ৭০ টাকা এবং ডিম (হাঁস) ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়। আর প্রতি জোঙা কবুতর বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত