
তালা প্রতিনিধি : বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত এক আলোচনা সভা বুধবার সকালে সাতক্ষীরার খামাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ ও পানি কমিটির আযোজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, হারুন অর রশিদ, অধ্যাপক হাসেম আলী ফকির, ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, হাসান আব্দুল্লাহ রাফাত, দিলীপ সানা, গোলাম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীসহ অন্যান্য মৃতপ্রায় নদীসমূহের বর্তমান পরিস্থিতি এবং বেতনা খনন প্রকল্পে টিআরএম সংযুক্ত করার কথা উঠে আসে।