তালা প্রতিনিধি : বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে স্টেকহোল্ডারদের সাথে সরকার গৃহীত প্রকল্প পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উত্তরণের আয়োজনে কাটিয়া খামারবাড়ীর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা নাগরিক কমিটির সদস্য আলী নুর খান বাবলু, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের নদী খনন করা হয়েছে কিন্তু তাতে ফলপ্রসূ তেমন কোন ফলাফল পাওয়া যায়নি বরং ফলাফল হয়েছে উল্টো। নদী পরিণত হয়েছে খালে, খননকৃত মাটির স্তুপে নদীর দু’পাশের চর বা প্লাবন ভূমি অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব প্লাবন ভূমিতে জোয়ারের পানি উঠতে পারে না, বর্ষার পানিও প্লাবন ভূমির উপর দিয়ে গড়িয়ে যেতে পারে না। চর বা প্লাবন ভূমি বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে চলে যাচ্ছে। তাছাড়া নদী খননে নদীর নিম্নে যে বাঁধ দেওয়া হয় তার কারণে নিম্নের নদী দ্রুত পলি দ্বারা ভরাট হয়ে যায়। বেতনা ও মরিচ্চাপ নদীর নিম্নে চাপড়া মোহনায় বাঁধ দেওয়ার কারণে নিম্নে খোলপেটুয়া নদী দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করা। এতে বর্তমানে যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে তা কার্যকরী ও ফলপ্রসূ হবে। পোল্ডার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আবদ্ধ নদীগুলো মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সাথে সংযোগ প্রদান করা। এতে এলাকার নিস্কাশন ব্যবস্থা, পরিবেশ-প্রতিবেশ ও পানি সম্পদের বহুমুখী ব্যবহার সহ সার্বিক বিষয়ের ব্যাপক উন্নয়ন ঘটবে।
সকল ধরণের কর্মকান্ডে জনগণকে যুক্ত করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা সমূহের সমন্বয় নিশ্চিত করে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরার বেতনা-কপোতাক্ষ-মরিচ্চাপ নদী বাঁচাতে গণ আন্দোলনের বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে কাজ করতে হবে।
বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে মতবিনিময়
Leave a comment