
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন কে সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সংবর্ধনা দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার শাখার কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নব-নির্বাচিত পৌর মেয়র মোঃ নাসির উদ্দিনকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্হা শার্শা উপজেলা শাখার সভাপতি এইচ এম আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আঃ জলিল।
এ সময় বেনাপোলের নব-নির্বাচিত মেয়র নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেনাপোলবাসী সকলকে সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছর বেনাপোল উন্নয়নের কাজ করব। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এইচ এম আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, মোঃ শরিফুল আলম নয়ন, মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কলম সৈনিকরা আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত