
যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪জন আসামিকে আটক করেছে। এদের মধ্যে দুইজনকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলো বালুন্ডা উত্তরপাড়রা হারুনার রশিদ, গাজীপুর পশ্চিমপাড়ার সামছুর রহমান ওরফে শম্পা (৪৯), আক্তার হোসেন ওরফে বুনো আক্তার (২৫), সাদিপুর আস্তানাপাড়ার বল্টু, দৌলতপুর বিজিবি ক্যাম্পের পাশে মো: বেল্লাল, মো: আনিচুর রহমান (৪৫), সরবাংহুদা গ্রামের শামসুদ্দীন মোড়ল, গাতীপাড়ার ইনছান আলী, ভবেরবেড় মধ্যপাড়ার হনুফা বেগম (৫০), ময়েন উদ্দিন (১৮), মো: ইমরান হোসেন (২৪), রহমত (৪৮), কাগমারী গ্রামের সন্তোষ, ছোট আঁচড়ার আব্দুল হাকিম (৫৫), ভবেরবেড় গ্রামের আসলাম মোল্লা (৩৮)।
এছাড়া ২০ পিস ইয়াবাসহ বড়আঁচড়া গ্রামের আবু বকর সিদ্দিক (২৫) এবং ২৫০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ বারপোতা গ্রামের জাহিদ হাসান (৩৫)কে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদেরকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।