বেনাপোল প্রতিনিধি : দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার এলাকার দুর্ধর্ষ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার সময় মনোজ কুমার (৭০) নামে হৃদরোগের চিকিৎসার জন্য এক পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাবারকালে তাহার মেয়ে অবন্তি কর’কে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যংকের এটিএম বুথের পাশে গলিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করিয়া নগদে ৩৫,০০০/- টাকা চাঁদা আদায়ের অভিযোগে শোয়েব আক্তার, রাহাদ অন্তর ও আঃ কাদেরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ শোয়েব আক্তার (২৮), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও ইউনুস আলীর ছেলে আঃ কাদের।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ভিকটিমের মেয়ে অবন্তী কর (২৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে ধৃত ৩ জন আসামী সহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।