যশোর অফিস : বেনাপোলের কাগমারি আমড়াখালি গ্রামের বৃদ্ধ নুর আলম হত্যা ও বিস্ফোরক মামলায় ২৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা।
অভিযুক্ত আসামিরা হলো, কাকমারি আমড়খালি গ্রামের ইমান আলীর ছেলে বাবল মিয়া ওরফে বাবু, মৃত বজলুর রহমানের ছেলে আরমান, মৃত সরবত আলীর ছেলে আমির, মোহাম্মদ আলী, আলীর ছেলে শিমুল, ইমান আলীর ছেলে ইমরান, মৃত আবেদ আলীর ছেলে মোক্তার, মৃত ওলিয়ারের ছেলে সাদেক, দেলোয়ার হোসেন দিলুর ছেলে সাইদুল, রাজ্জাকের ছেলে আলাউদ্দিন, আবুল খায়ের খোকার ছেলে সোহাদ, মৃত আবেদ আলীর ছেলে মিজান, আব্দুর রাজ্জাকের ছেলে সাহাবুদ্দিন, শরিফুল ইসলামের ছেলে সুমন, ইমন, সাজুর ছেলে শাহাজালাল, নজরুল ইসলামের ছেলে সাগার হোসেন, তাহেরের ছেলে গাদ্দাফী, সালাম, আব্দুল খালেকের ছেলে শফিক, আনোয়ার হোসেন বেপারির ছেলে আলমগীর হোসেন বেপারি, হাশেম আলীর ছেলে রওশন আলী, রজনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আলী হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা এলকালা চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সামাজিক বিষয় নিয়ে আসামিদের বিরোধ চলছিল নুর আলমের পরিবারের সাথে। ২০২২ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় আমড়াখালি মোড়ে নুর আলমের ভাই শাহ আলমের দোকানের সাথে আসামিরা হামলা করে। এ সময় হামলাকারীরা বৃদ্ধ নুর আলম, শাহ আলম, শুকুর, শুভ, খোরশেদ, সিরাজ, আলেয়া বেগম, মুন্নি, মুন্নিসহ আরও অনেকে কুপিয়ে জখম করে। গ্রামের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতরে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বৃদ্ধ নুর আলমের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শরিফুল ইসলাম ১০ জনের নামউল্লেখসহ অপরিচিত ১০/১২ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া আদালতে ১৬৪ ধারার জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যা ও বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ১৬ জনকে পলাতক দেখানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত