আবুল বাশার, বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন কৃঞ্চপুর গ্রামের সুরত আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ জনৈক জামাল উদ্দিন এর আমবাগানের মধ্য হইতে ৩৫৫ (তিনশত পঞ্চন্ন) বোতল ফেন্সিডিল সহ জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে প্রতিনিয়ত আমাদের আপারেশব চলমান আছে। এবং এরই ধারাবাহিকতায় আজও ৩৫৫ বোতল ফেনসিডিল জব্দ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত