যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শনিবার রাতে যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল টু বারপোতা গামী পাকা রাস্তায় শিকড়ী গ্রামের হাজীর মোড়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিল নিয়ে অবস্থান করায় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার শিকড়ী (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আক্তারুল ইসলাম ও শার্শা উপজেলার পাঁচ ভূলট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে রোববার ৫ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে, শনিবার ৪ ফেব্রয়ারী সন্ধ্যায় ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ এসআই হামিদুর রহমান,এএসআই শফিউর রহমান জুয়েল,এএসআই নাজমুল ইসলামসহ একটি টিম গোপন সূত্রে খবর পান বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামের হাজীর মোড় নামকস্থানে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে অবস্থান করছে বেচাকেনার জন। ওই খবরের ভিত্তিতে সেখানে ডিবি’র করিৎকর্মা টিম শনিবার রাত ৮ টার পরপর সেখানে পৌছালে ডিবি’র জ্যাকেট পরিহিত দেখে সেখানে ফেনসিডিল নিয়ে অবস্থানকারী দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরা হচ্ছে, আক্তারুল ইসলাম ও শরিফুল ইসলাম। এ সময় তাদের দখলে থাকা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দেন। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।