যশোর অফিস : বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি কর গুজব ছড়ানোর প্রতিবাদে বেনাপোল সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
সোমবার দুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা ছাত্র সমন্বয়করা বেনাপোল সীমান্তের ছোট আচড়ার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
এর আগে যশোর থেকে আসা সমন্বয়কদের প্রতিনিধি দল ব্যান্ডদলের বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বেনাপোল চেকপোস্টের দিকে এগিয়ে যেতে থাকলে ছোট আচড়ার মোড়ে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদেরকে সামনে না যাওয়ার আহবান জানান।পরে তারা সেখানে সড়কের উপর বসে পড়ে।সেখানে এক ঘন্টা ব্যাপী মিছিল ও সমাবেশ করে।সীমান্তে অবস্থান কালে স্থানীয় ছাত্রজনতা তাদের সঙ্গে যোগ দেয়।এসময় তারা শহীদের রক্ত বৃথা যেতে দেব না,দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র মানবো না মানবো না বলে বিভিন্ন স্লোগান দেন।
যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাসেদ খান, যুগ্ন আহবায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব জেসমিন মুর্সীদি প্রতিবাদ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন।