যশোর অফিস : যশোরের বেনাপোল বিজিবি বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ১০ বোতল মদসহ ১ জন এক ভারতীয় নাগরিক তাপস বালা নামে একজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি সুবে: মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারতীয় পাসপোর্ট ধারি তাপস বালার দেহ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ এবং ২টি মোবাইল ফোন আটক করে যার সিজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা হলে জানিয়েছেন বিজিপির সদস্যরা
আটক তাপস বালা ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার ঘাট পাতলা গ্রামের বাসুদেব বালার, ছেলে। তার পাসপোর্ট নং-চ০৬৫০৫২৬.) অভিযুক্ত তাপস বালাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত