যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক ওই যুবককে পাচারকারি বলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার গভীর রাতে ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল পুটখালি সীমান্তের বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ ওই যুবককে আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার।
আটক পাচারকারি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শাহ আলমের ছেলে লিমন হোসেন (৩০)।
ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মাদ খুরশীদ আনোয়ার বলেন,বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।তারা বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়।
ওই সময় সীমান্ত অভিমুখে মোটরসাইকেলে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে।
এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ওই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে।বিজিবি ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।
"পরে লিমনের দেহ তল্লাশী করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন দুই কেজি ১০০ গ্রাম।আটক স্বর্ণের বাজার মুল্য ২কোটি ১৫ লাখ টাকা।"
এ ব্যাপারে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত