যশোর অফিস : যশোরের বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে বেনাপোল দৌলতপুর গ্রামের আমির হোসেন ওরফে আমুর বাড়িতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন র্যাব-৬ যশোরের সদস্যরা।
সে বেনাপোল দৌলতপুর গ্রামের খোরসেদ আলির ছেলে। তবে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী ও বাড়ির মালিক আমির হোসেন আমু (৫২)। সে ওই গ্রামের মৃত আইজউদ্দীন মোড়লের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আরিফ ও পলাতক আমির হোসেন আমু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে কম দামে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। সোমবার ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমির হোসেন আমুর বাড়িতে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেন্সিসহ আরিফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী আমির হোসেন আমু কৌশলে পালিয়ে যায়।
এঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আমির হোসেন আমুকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া ফেনসিডিল মামলার আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।