বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন কৃঞ্চপুর গ্রামের সুরত আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টায় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানের মধ্য হইতে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে প্রতিনিয়ত আমাদের আপারেশব চলমান আছে এবং এরই ধারাবাহিকতায় আজও ৩৫৫ বোতল ফেনসিডিল জব্দসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত