
যশোর অফিস : গত বৃহস্পতিবার গভীর রাতে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ সাজাপ্রাপ্ত আসামিসহ ১৮ জনকে আটক করেছে। আটক ৫ সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে বেনাপোল দিঘীরপাড় এলাকার আনোয়ার হোসেন, আব্দুল্লা, মোছাঃ মিলি খাতুন, ভবেরবেড়ের ইসহাক আলী ও গাজীপুর গ্রামের মোঃ মহসীন কবির। এছাড়া বেনাপোল পুলিশ একই রাতে অভিযানে চালিয়ে অন্যান্য মামলায় যাদেরকে আটক করা হয়েছে তারা হচ্ছে বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের অজিত মোল্যা দৌলতপুর গ্রামের মোঃ শাহজামাল, দিঘীরপাড় গ্রামের মোঃ মোসলেম উদ্দিন, বারোপোতা গ্রামের মোঃ ইউনুচ আলী, মানকিয়া গ্রামের মোঃ আঃ হান্নান, গ্রামের মোছাঃ অনন্যা খাতুন, পুর্টখালী গ্রামের দুদু মিয়া, ধান্যখোলা গ্রামের মোঃ মোমিনুর বিশ্বাস নামাজগ্রামের শাহরিয়ার দিপু, ভাবেরবেড় পশ্চিম পাড়া এলাকার শাহীন খাঁ ও আমিনুর ইসলাম নেদা। আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূঁইয়া।

