যশোর অফিস : যশোরের বেনাপোল থেকে সাত মামলার বিচারাধীন আসামি সন্ত্রাসী মারুফ হোসেনকে (৩৭) পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটর সাইকেলসহ আটক করেছে ডিবি পুলিশ। আটক মারুফ বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের এস আই রইস, এ এস আই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি টিম বেনাপোল এলাকায় অভিযান পরিচালনা করে। তারা বুধবার সকালে গোপনে খবর পেয়ে কৃষ্ণপুরের জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তার উপর থেকে মারুফকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্দার করা হয়। ডিবি পুলিশের ওসি রুপন কুমার আরো জানান, আটক মারুফের বিরুদ্ধে ৬ টি মাদক মামলা, ১ টি অস্ত্র মামলাসহ ৭ টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি ওয়ারেন্ট মূলতবী রয়েছে। আটক মারুফকে পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।