
যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানা থেকে হ্যান্ডকাপসহ মিরাজ নামে পালিয়ে যাওয়া আসামিকে পুলিশ আটক করতে পারিনি পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মিরাজ থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। মিরাজ বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে।
স্থানীয় ও ভুক্ত ভোগি সূত্রে জানা যায়,শনিবার বিকেলে মিরাজ বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গৃহবধু ফাতেমা বেগমের কানের দুল ছিড়ে পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা ধরে তাকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে মিরাজকে থানা অভ্যন্তরে রাখে। কিন্তু মিরাজ থানা অভ্যন্তরের পুলিশ হেফাজত থেকে বিকাল আনুমানিক তিনটার দিকে সুকৌশলে পালিয়ে যায়। ওই গৃহ বধু সদরের নওয়াপাড়া গ্রামের রাজ্জাক আলীর স্ত্রী। বর্তমানে তারা বেনাপোল পোর্ট থানা এলাকার বাগে জান্নাত মসজিদের পিছনে ইউনুস আলীর বাড়ি ভাড়া থাকে। এ বিষয়ে জানতে পোর্ট থানার ওসি সুমন ভক্তকে একাধিকবার মোবাইল ও টেক্স মেসেজ করলেও তিনি রিসিভ করেননি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি মিরাজকে পুলিশ আটক করতে পারেনি পুলিশ।