বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল মেয়র নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সে মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রাক্তন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাবলু চেয়ারম্যানের ছেলে। শনিবার বেনাপোল আওয়ামী লীগ পার্টির কার্যালয়ে রাত সাড়ে আটটায় এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রত্যাহার করেন ফারুক হোসেন উজ্জ্বল।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান রাজনীতির নেতৃত্বের প্রাধান্য দিয়ে দেশ ও দশকে ভালোবেসে পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ মার্কা) প্রত্যাহার করলাম। সেই সাথে তিনি সবাই মিলে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর ও শার্শা উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত