
বেনাপোল প্রতিনিধি : সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাউল । ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত চার মাসের মধ্যে ৫৫ কার্যদিবসে বেনাপোল বন্দরে আসে চাউলের চালান।গত ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ দিনে প্রায় ১৫৫টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাউল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। গত ৩০ নভেম্বর ছিল চাউল আমদানির শেষ সময়।
দেশে চাউলের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাউল আমদানি শুরু হয়। অর্থাৎ আগস্ট মাসে ১২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবর মাসে ৫ হাজার ১৮৮ মেট্রিক টন এবং নভেম্বরে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাউল ভারত থেকে আমদানি হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, দেশের চাউলের বাজারে স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২১ আগস্ট থেকে চাউল আমদানি শুরু হয়। ভারত থেকে চাউল আমদানির সময়সীমা থাকে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ৪ মাসে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাউল আমদানি হয়েছে। আমদানি হওয়া চাউলের চালান গুলো যথাসময়ে বেনাপোল বন্দর থেকে খালাস নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

