বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর দিয়ে ভারতে পাচার হওয়ার সময় (০.৬৯৯) ওজনের ৬পিচ সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন চোরাকারবারী বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল তৎক্ষণাত ফাঁদ পেতে থাকে। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি দৌঁড়ে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরবর্তীতে উক্ত প্যাকেট হতে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।
আটককৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত