যশোর প্রতিনিধি : ভারতের লোকসভা নির্বাচন,বাংলাদেশের উপজেলা নির্বাচন ও বুদ্ধ পূর্ণিমার ছুটির কারণে বেনাপোল স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
একটানা আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এসময় দুই বন্দরে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ার আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারিরা।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় যাওয়ায় শনিবার থেকে সোমবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।
“উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এ ব্যাপারে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।”
লোকসভা নির্বাচনের ছুটির সঙ্গে মঙ্গলবার বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা ভোট এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি মিলিয়ে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম।
তিনি বলেন,সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হওয়ায় সেদেশের সরকার শনিবার থেকে সোমবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন, অপরদিকে মঙ্গলবার বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। তাই এ পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।
তবে শনি,রবি ও সোমবার বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোন বাধা নেই।
বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।