জন্মভূমি ডেস্ক : ভারত থেকে আমদানিকৃত ডিমের প্রথম চালান বেনাপোল বন্দরে এসেছে। পণ্যচালানটি খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের ৩১ নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অপেক্ষা করছে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার কলিমুল্লাহ বলেন, এই প্রথম ভারত থেকে ডিমের প্রথম চালান বেনাপোল বন্দরে এসেছে। ডিম বোঝাই ভারতীয় ডই১১-ঋ১৮৭৪ নং ট্রাক সন্ধা ৫ টা ২৬ মিনিটে বেনাপোল বন্দরে পৌছাই। যার মেনিফেষ্ট নং ৬০১২০২৩০০১০০৫৫২৪০ তারিখ ০৫/১১/২৩। ঢাকার বিডিএস কর্পোরেশন নামক আমদানিকারক ২৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার মূল্যে ২৯৫ প্যাকেজ ৭৪৩৪০০ পিচ ডিম আমদানি করেন। পণ্য চালানটি ছাড় করনের জন্য এমি এন্টারপ্রাইজ বেনাপোল কাস্টমসে ডকুমেন্টস দাখিল করেন। যার বিল অব এন্ট্রি নং সি- ৮২৭২৪ তারিখঃ ০৫/১১/২৩।
সিএন্ডএফ এজেন্ট এমি এন্টার প্রাইজের প্রতিনিধি সঞ্জয় বলেন, ঢাকার বিডিএস কর্পোরেশন নামক আমদানিকারক ঢাকার শাহজালাল ইসলামী ব্যাংকের এলসি নং ২৯৬৭২৩০১০৬৭৯ তারিখঃ ০৩/১০/২৩ এর মাধ্যমে ডিম আমদানি করেন। পণ্য চালানটি বন্দর থেকে খালাস নেওয়ার জন্য চেষ্টা চলছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, ভারত থেকে আমদানি করা ডিম নিয়ে ভারতীয় একটি ট্রাক বেনাপোল বন্দরে আসেছে। বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে পোষ্টিং দেওয়া হয়েছে। সতর্কতার সাথে লোডিং আনলোডিং করে দ্রুত খালাস দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ডিম আমদানি
Leave a comment