জন্মভূমি ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলেও এ উদ্যোগের ‘পেছনে কারা’ তা নিয়ে নানা ধরনের ‘সন্দেহ ও আলোচনা’ দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। খবর বিবিসি।
আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোড়জোড় ও বিশেষ করে ‘বাহাত্তরের সংবিধানকে কবর দেয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। তাদের অনেকে মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে।
দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো ‘বিশেষ রাজনৈতিক দলের’ উস্কানি কিংবা ভরসাতেই গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জমায়েত ডেকে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের উদ্যোগ নিয়েছিলো বৈষম্যবিরোধীরা। তবে এর সাথে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না।
গত ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটায় জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ দেয়া হবে বলে জানান। এ সময় তিনি বলেছিলেন, যে ঘোষণাপত্রে ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং ‘মুজিববাদী সংবিধান কবরস্থ’ করা হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র। পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছি আমরা। কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযোগী করা যাবে। কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিবিসি বাংলাকে বলেছেন দেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় হুট করে ‘ঘোষণাপত্র’ প্রকাশের পেছনের উদ্দেশ্য আসলে কী? এটা না জানলে তো নানা চিন্তার উদ্রেক হবেই। আবার ঘোষণা দিয়েও করা হলো না কেন। সেটারও বা কারণ কী,” বলছিলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেছেন, জুলাই ‘ঘোষণাপত্রে’ যেসব বিষয় আনার কথা বলা হচ্ছিলো সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম এবং সে কারণেই বিএনপির কাছে এটিকে ‘নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা’ হিসেবেই মনে হয়েছে বলে তার ধারণা।
প্রসঙ্গত, বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই সংবিধানের সংস্কারের বিষয়ে সতর্ক মন্তব্য করে আসছে। এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ ‘সংবিধান বাতিল হয়ে গেছে’ এমন মন্তব্য করলে দলটির নেতারা সেটির সমালোচনাও করেছেন।
বৈষম্যবিরোধীদের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে বিএনপিতে নানা সন্দেহ কেন?
Leave a comment