তালা প্রতিনিধি : চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যথোপযুক্ত ব্যবস্থা না থাকায়, বেতনা নদীর রিং বাধ ভাঙনের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সাতক্ষীরা জেলার তালা, সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার প্রায় ৪০টি গ্রামের ২৫-৩০ হাজার পরিবার। এ অবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষের পড়েছে বিপাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় পানিবন্দি মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চলে ত্রাণের প্যাকেজিং প্রস্তুতি। প্যাকেজিং শেষে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে প্রথম ধাপে তালা উপজেলায়, দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলায় এবং তৃতীয় ধাপে আশাশুনি উপজেলায় ত্রান বিতরন করা হয়। তিনটি উপজেলায় এ পর্যন্ত প্রায় ৩৬০৫ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ত্রান কার্যক্রমের এ কাজে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে পানিবন্দি মানুষের হাতে ত্রান তুলে দেওয়া হয়েছে। পানিবন্দি মানুষের দাবি তারা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই। বেড়িবাধ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরনের জন্য এ ব্যাপারে জেলা প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।