
জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুরের গাবতলা মোড়ে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মূমূর্ষ অবস্থায় ভাই মোঃ ইসমাইল হোসেন (৩৩) ও ১৫নং ওয়ার্ড আ’লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক শেখ শামস পারভেজ (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ ইসমাইল হোসেন জানান, রোববার অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে খালিশপুরের গাবতলা মোড়ে আসলে একটি বখাটে ছেলে আমার বোনের ছবি তোলে ও ভিডিও করে। ছবি তোলা দেখে আমার বোন প্রতিবাদ করে ও আমি এগিয়ে যাই। এ সময় স্থানীয় মোঃ হারুন হাওলাদারের ছেলে সন্ত্রাসী মোঃ টিটু (৩০) তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে, খালিশপুরের গাবতলা মোড়ে রাত ৯টায় দিকে বক্কারের চা এর দোকানে মোঃ ইসমাইল হোসেনকে মীমাংসার জন্য ডাকা হয়। মীমাংসা চলা অবস্থায় ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ জব্বার নেতৃত্বে সন্ত্রাসী মোঃ টিটু (৩০), মোঃ আরিফ, মোহনা আক্তার সানু, মোঃ সোহাগসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোঃ ইসমাইল হোসেনের উপরে হামলা চালায়। বাচাঁর জন্য চিৎকার করলে ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক শেখ শামস পারভেজ এগিয়ে যান। এ সময় সন্ত্রাসী তার উপরে হামলা চালায়। ঘটনার সময় সন্ত্রাসীরা চা দোকানটি ভাঙচুর করে এবং নগদ অর্থসহ শেখ শামস পারভেজের গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যায়। হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মোঃ ইসমাইল হোসেন এবং শেখ শামস পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মনীরুল গিয়াস বলেন, ঘটনাটা আমি শুনেছি। শোনার সাথে-সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।