বিজ্ঞপ্তি : খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাবেক উপদেষ্টা ও মেসার্স এম. আর. এন্টারপ্রাইজের মালিক মোকছেদ আলী হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। তিনি গত মঙ্গলবার দুপুর দুইটায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ^াস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিবৃতিদাতারা হলেন সমিতির প্রধান উপদেষ্টা কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম. এ. মতিন পান্না, অনিল পোদ্দার, রফি আহমেদ বাবলা, মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, মো. সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুণ রায় শিবু, স্বপন কুমার সাহা, মোঃ গোলাম সরোয়ার পিন্টু, দিলিপ কুমার সাহা, এ কবির আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, অহিদুজ্জামান বিপ্লব, গোপাল সাহা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জী, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, আ. মান্নার হাওলাদার, প্রদীপ সাহা মদন, সুশান্ত ব্যানার্জী, বাবলু কুমার বিশ্বাস, বিকাশ কুমার সাহা ও আসলাম হাওলাদার। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তিম কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানান।