এম সাইফুল ইসলাম : ব্যায় সাশ্রয়ী জালনোট শনাক্তকরণ মেশিন তৈরি করলেন জনতা ব্যাংক শলুয়া বাজার শাখার কর্মকর্তা মিজানুর রহমান। তার তৈরী মেশিনটি ব্যায় সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী। টিউব টেকনোলজির একেকটি মেশিনের দাম পরবে প্রায় ৬ থেকে ৮ হাজার টাকার মত। সেখানে মিজানুর রহমানের তৈরী মেশিনটির টেকনোলজিকাল খরচ মাত্র এক হাজার পাঁচশ’ টাকা থেকে আটশ’ টাকার মধ্যে।
যেখানে টিউবের মেশিনটি শুধুমাত্র এসি কারেন্টে চলে কিন্তু তার তৈরী মেশিনটি ব্যাটারির সাহায্যে ডিসি কারেন্টে চলে তাই বিদ্যুৎ না থাকলেও এটি বিরতিহীন চালানো যায়। একটি এলইডি লাইটের আয়ুষ্কাল প্রায় ৫০ হাজার ঘন্টা। কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়ার ও ইলেক্ট্রনিক্সের উপর ডিপ্লোমা ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তা এলইডি প্রযুক্তির ইউভি লাইট ব্যবহার করে তৈরি করেছেন ফেক নোট ডিটেক্টর বা জাল নোট শনাক্তকরণ মেশিন। ব্যাংকের কাজের প্রয়োজনেই আইটি দক্ষতা থাকায় তিনি অনেকটা শখের বশেই নতুন ধারার এই মেশিনটি তৈরী করেছেন বলে জানান তিনি। পরবর্তীতে এটি দেখে তার অন্য সহকর্মীরাও এমন মেশিন বানিয়ে দিতে বললে তিনি তাদেরকেও এমন মেশিন বানিয়ে দেন। এখনও পর্যন্ত তিনি একশ’টিরও বেশি মেশিন তৈরী করে দিয়েছেন সারা দেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায়। এক্ষেত্রে তিনি নষ্ট হয়ে যাওয়া টিউবের মেশিনটিকে এলইডি প্রযুক্তিতে পরিবর্তন করেছেন যেগুলি এখন বহাল তবিয়তে দেশের বিভিন্ন ব্র্যাঞ্চে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে জনতা ব্যাংক ছাড়াও অন্যান্য কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংকের শাখাগুলি থেকে অনুরোধ করলে তিনি তাদেরকেও এই মেশিন তৈরী করে দেন।
জনতা ব্যাংক লিমিটেড নিরালা শাখা খুলনার শাখা ব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, আমাদের শাখাটি নগরীর একটি ব্যাস্ততম শাখা। এখানে জাল নোট শনাক্তকরণ মেশিনের প্রয়োজন হয় সব সময়ই কিন্তু বার-বার টিউব কেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে খুবই সমস্যায় পরতে হয়। সহকর্মী মিজানুর রহমানের এমন সুন্দর একটি আবিষ্কারের কথা জানার পর আমাদের নষ্ট মেশিনটি তাকে দিয়ে এলইডিতে মোডিফাই করিয়ে নেই। যা এখন আমাদের শাখাতে ব্যবহৃত হচ্ছে। মেশিনটি একবার ফুল চার্য দিলে দুই মাসের অধিক চলে। তাছাড়া এটি ব্যয় সাশ্রয়ী হওয়াতে রাষ্ট্রীয় খরচ সাশ্রয় হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত