বিজ্ঞপ্তি : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এক বিবৃতিতে মহানগরী এলাকায় দৃশ্যমান নিজ ছবি সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার নিজ নিজ উদ্যোগে অপসারণের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি বজায় রাখার লক্ষ্যে সকল ধরণের ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার অপসারণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে সিটি মেয়র সংশ্লিষ্টদের প্রতি এ আহবান জানিয়েছেন।
অন্যথায় সিটি কর্পোরেশনের উদ্যোগে সকল প্রকার ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার অপসারণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।