
জন্মভূমি রিপোর্ট : মো. জাকির হোসেন (২২) নামের এক যুবক ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রয়োজনীয় অর্থের অভাবে জাকিরের দরিদ্র পিতা ছেলের সুচিকিৎসা করাতে পারছে না।
নগরীর বড় বাজারের একটি কাপড়ের দোকাদের কর্মচারী হতদরিদ্র মো. জাফর আহমেদের একমাত্র ছেলে জাকির হোসেন। বৃদ্ধ পিতা জাফর আহমেদ একমাত্র ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন। ছেলের চিকিৎসা করতে গিয়ে তিনি তার সহায়সম্বল সবকিছু বিক্রি করেছেন। কিন্তু তাতেও কোনো সুফল পাওয়া যায়নি। বর্তমানে তার ছেলে জাকির হোসেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজির বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরদার আব্দুল হালিমের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসক বলেছেন, তার ছেলের চিকিৎসার জন্য ৫/৬ লাখ টাকা দরকার। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা তার মতো হতদরিদ্র মানুষের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র ছেলেকে বাঁচাতে বৃদ্ধ পিতা জাফর আহমেদ বিত্তবান ও সমাজসেবকসহ দেশ-বিদেশের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : রাবেয়া বেগম, সেভিংস একাউন্ট নং-১৪৯৯৯, রূপালী ব্যাংক, খালিশপুর শাখা, খুলনা। বিকাশ : ০১৮৪৫-০৪ ৯৬ ১৪, মোবাইল ফোন নম্বর-০১৯৯৮-৭১ ৬৮ ৬৭ ও ০১৯৭৭-৩৫ ১৭ ৮৮।