বিজ্ঞপ্তি : ‘‘জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ইশ্বর, তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর’’ ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উৎসবমুখর পরিবেশে মহা-ধুমধাম’ভাবে চলমান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, আজ ৫ম দিন, খুলনা এর ভক্তপ্রবর শ্যামসুন্দর গোস্মামীর পরিবেশনায় ভাগবত প্রবচন আর ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতায়, আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষে হাজারো ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেবাশিষ কর্মকার, নিতাই বিশ্বাস, খোকন কুমার দাস, প্রবির পাল, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, কিংকর সাহা, অসিম পাল, সঞ্জয় দেবনাথ, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, প্রভাত দে, উজ্জল, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দার’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।
আর্য ধর্মসভা মন্দিরে উৎসবের ৯ দিন ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত