এস এম মুর্শিদ, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহত বরিশাল শেবাচিম হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সুত্রে জানা গেছে, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের হাওলাদার বাড়ির আ: মালেক হাওলাদার ও মো: সালাম হাওলাদার এর মধ্যে বসত বাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক এবং সর্বশেষ আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মালেক হাওলাদার এর দুই ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. আবু সাঈদ (২৫) ওই বিরোধীয় জমিতে সীমানার বেড়া দিতে যায়। এ সময় সালাম হাওলাদার এর ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও তরিকুল ইসলাম (৪২) এতে বাধা দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। তার বাবা মালেক হাওলাদার (৭৫) এরও বাম পা ভেঙে যায়, তার ছোট ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন। অপর পক্ষের আহতরা হচ্ছেন আমিন হাওলাদার (৪৮) (তার পাজরের হাড় ভেঙে গেছে) এবং তার স্ত্রী মুক্তা বেগম কে পিটিয়ে আহত করা হয়েছে এবং তার ছোট ভাই তরিকুল ইসলাম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। আহত মালেক হাওলাদার, তার দুই ছেলে সাইফুল ইসলাম ও আবু সাঈদ কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরপক্ষেরআমিনুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা বেগম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার ছোট ভাই তরিকুল ইসলামকে ভাÐারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা দায়ের প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত