ডেস্ক নিউজ : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মির বিধানসভায় জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। ৯০ আসনের এই বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৮টি আসন।
অন্যদিকে বিজেপি পেয়েছে ২৯টি। ভোটে জয়ের পরই জম্মু-কাশ্মিরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর নাম ঘোষণা করেছেন ফারুক আবদুল্লাহ। কারাগারে আটক থাকা নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার পাশাপাশি কাশ্মিরের গণমাধ্যমও অবাধ ও মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।