যশোর অফিস : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে যশোরে মশাল মিছিল হয়েছে। বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের ভোলাট্যাঙ্ক রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে দলের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন, প্রফেসর ইসরারুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু, যশোর শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান ও সকল অসম চুক্তি বাতিলের দাবি জানানো হয়।