
জন্মভূমি ডেস্ক : নিন্দুকেরা আড়ালে আবডালে ‘কানাডা কুমার’ বলে ডাকেন অক্ষয় কুমারকে। কেননা ভারতে বাস করলেও কাগজে কলমে কানাডার নাগরিক আজ মঙ্গলবার সামাজিক মাধ্যমে অক্ষয় জানালেন, বিষয়টি এখন অতীত। তাকে আর ‘কানাডা কুমার’ বলে ব্যঙ্গ করা যাবে না। কেননা তিনি এখন ভারতীয় নাগরিক।
টুইটারে অক্ষয় জানিয়েছেন, কানাডার নাগরিকত্ব ত্যাগ করে, ভারতের পাসপোর্ট গ্রহণ করেছেন অবশেষে। ভারতীয় নাগরিক হওয়ার সেই ডকুমেন্টসের ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।’
কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রলের মুখে পড়তে হয়নি অক্ষয়কে। অবশ্য তিনি জানিয়েছিলেন নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। খুব শিগগির ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
বলিউডে জায়াগা করে নিতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কিন্তু নব্বই দশকে পরপর সিনেমা ফ্লপ যাওয়ায় অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন। জীবিকার অন্বেষণে গিয়েছিলেন কানাডা। দেশটির নাগরিকত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু বলিউড তাকে ছাড়েনি। ফলস্বরূপ ফিরে এসেছেন আবার। তবে কাগজে কলমে কানাডার নাগরিক ছিলেন। এবার ভারতীয় স্বীকৃতি পেয়ে যেন সেই অপবাদ ঘুচল।